মোঃ হোসেন গাজীঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাতেই এদেশ নিরাপদ। তাই স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এ সরকারকেই আবারো ক্ষমতায় বসাতে হবে।
শুক্রবার দুপুরে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিজি, চাঁদপুর পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার, টুটুল মজুমদার প্রমূখ। পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।