রিয়ন দেঃ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবতিথি জন্মাষ্টমীতে নানা আয়োজনে চাঁদপুরের পুরানবাজার দাসপাড়া কালী মন্দিরের উদ্যোগে ২দিন ব্যাপী আয়োজনের সমাপ্তি হয়েছে।
২০ আগষ্ট শনিবার রাতে কয়েক’শ ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হয়।
এদিনে বিকালে বয়স ভিত্তিক ধর্মীয় প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) সুজন কান্তি বড়ুয়া।
সন্ধ্যায় ধর্মীয় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক। এতে ধর্মীয় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অযাচক আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থীর আত্মানন্দ। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, পালপাড়া শিতলা মায়ের মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল পাল, ডিএন হাই স্কুলের শিক্ষক সুজিত চক্রবর্তী, অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস দাস, দাসপাড়া দূর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, কালী মন্দির কমিটির উপদেষ্টা বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক বিকাশ দাস, সহ-সভাপতি শনিরাম দাস,উপদেষ্টা মহাদেব দাস, সুবাস দাস, দাসপাড়া জন্মাষ্টমি উদযাপন কমিটির উপদেষ্টা অজিত দাস, বাবলু দাস, প্রশান্ত সরকার, আশিষ মজুমদার, বিশ্বজিৎ দাস, সভাপতি বাদল দাস, সিনিয়র সহ-সভাপতি মৃদুল দাস, সহ-সভাপতি লিটন দাস, সাধারণ সম্পাদক রনজিত দাস, সমন্বয়কারী পলাস দাস রাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস প্রমূখ।
রাত ৯ টা থেকে ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। এই ভাগবত পাঠ করেন শ্রী উত্তম কুমার গোষ্মামী। সব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
আয়োজনে এর আগের দিন সকালে নগর কীর্ত্তন, বিকালে জন্মাষ্টমীর র্যালীতে অংশ গ্রহণ। যা উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখসহ অন্যান্যরা।