মনির হোসেন খানঃ সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেল ঘোষনা করা হয়েছে। চাঁদপুর সদরের গ্রামীন ফোন ও বিকাশ এজেন্ট আলমগীর আলম জুয়েলকে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের যুগ্ন সচিব আল আমিন খান, চাঁদপুর সদর হাসপাতালের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ হাসানুর রহমান, ইসলামী ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন, আমেরিকা প্রবাসি মোস্তাফিজুর রহমান, আশরাফ চৌধুরী আশু, জাকির হোসেনকে উপদেষ্টা করে ২ রা ডিসেম্বর ২০২৩ ইং শনিবার ৭৩ সদস্য বিশিষ্ট কমিটিটি ঘোষনা করেন সারা বাংলা ৮৮ প্রতিষ্ঠাতা ও এডমিন আয়ারল্যান্ড প্রবাসি কাজী মোস্তাক আহমেদ ইমন।
চাঁদপুর পৌরসভার সাবেক বাজার শাখার প্রধান ও বর্তমান মেয়র জুয়েলের ব্যক্তিগত কর্মকর্তা জায়েদুর রহমান জহির জেলা প্যানেলের কো- অর্ডিনেটর ও সাংবাদিক মনির হোসেন খান জয়েন কো- অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান, এনামুল কাদের অপু, সফিকুর রহমান, আজিজুর রহমান খোকা, এস,এম,ফারুক,সৈয়দ আহমেদ, বদরুল হক শামিম, ইলিয়াস মিয়া, বাহাউদ্দিন বাবলু, আলমগীর হোসেন, উত্তম চন্দ্রকে জয়েন কো- অর্ডিনেটর ও ১১ জনকে উপদেষ্টা এবং সদস্য মিজানুর রহমান খান লিটন, দিলদার হোসেন মিঠু, দেওয়ান হাবিব,সেলিম আহমেদ টুমু, নাসিমা রেখা, ফারহানা রুমা, শিউলি আক্তার, ঝর্না বেগম সহ ৩৮ জন সাধারন সদস্য সহ ৭৩ সদস্য বিশিষ্ট এই কমিটিটি অনুমোদন দেয়া হয়।
চাঁদপুর প্যানেলের সদ্য ঘোষিত কমিটির কো- অর্ডিনেটর জায়েদুর রহমান জহির বলেন, সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলে আমাকে কো- অর্ডিনেটর নির্বাচিত করায় আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সারা বাংলা ৮৮ প্রতিষ্ঠাতা ও এডমিন কাজী মোস্তাক আহমেদ ইমনকে। জহির আরো বলেন সারা বাংলা আটাশি সংগঠনটি একটি বন্ধু সংগঠন। এই সংগঠনটির মূল স্লোগান হলো বন্ধু আমরা আটাশি সুখে দুখে পাশাপাশি। এই স্লোগানকে হৃদয়ে ধারন করে আমি আমার সকল ৮৮ বন্ধুদেরকে সাথে নিয়ে পিছিয়ে পড়া বন্ধুদেরকে সহযোগীতা করবার জন্য নিবেদিত হতে চাই।
এ বিষয়ে জহির তার প্যানেলের সকল বন্ধুদের সহযোগীতা কামনা করেন বলে জানান। জয়েন কো- অর্ডিনেটর মনির খান বলেন , সারা বাংলা ৮৮ সংগঠনটি সারাদেশে শিক্ষা বৃত্তি, চ্যারিটি কার্যক্রম, শীতবস্ত্র বিতরন, অসুস্হ্য ও অসচ্ছল বন্ধুদেরকে চিকিৎসা সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রান বিতরন, সাংস্কৃতিক কর্মকান্ড সহ নানান সামাজিক কার্যক্রম বন্ধুদের ও সমাজের কল্যানে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের চাঁদপুরের এই জেলা প্যানেল ঘোষনা।
মনির আরও বলেন, আমরা চাঁদপুর জেলা প্যানেলও বন্ধুদের ও সমাজের কল্যানে কাজ করে যাবো সকল বন্ধুদেরকে সাথে নিয়ে ও সকল বন্ধুদের সহযোগীতায়।