মামুন হোসাইনঃ জাতীয় পার্টির যুব সংগঠন জাতীয় যুব সংহতি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার নয়া কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
বৃষ্টি উপেক্ষা করে বুধবার (২৮ জুন) বিকালে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি, ফরিদগঞ্জ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমনের সার্বিক সহযোগিতায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ: আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্মসম্পাদক মাহফুজ শেখ, জাতীয় যুব সংহতির ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু শেখ, সদস্য সচিব সোহেল খান মুসা প্রমুখ।
উল্লেখ্য,জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার আহবায়ক হাজী মোঃ গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন গাজী স্বাক্ষরিত ২৬ জুন প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে জাতীয় যুব সংহতি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জাতীয় যুব সংহতির চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা শাখাকে সু-সংগঠিত করার লক্ষ্যে মোঃ আনোয়ার হোসেন (বাবলু) শেখ কে আহবায়ক ও মোঃ সোহেল খান মুসা কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন।