অমরেশ দত্ত জয়ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তনে স্বর্ণপদক পেলো চাঁদপুরের সন্তান ঊর্মি দাস।
শনিবার দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার হাতে এ স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
এদিনে ১৫ হাজার গ্রাজুয়েট এবং ৩ হাজার আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে এ সমাবর্তনে পদক গ্রহণ করেন ঊর্মি দাস।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
জানা যায়, ঊর্মি দাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ তম আবর্তনের এবং ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২য় ব্যাচের একজন শিক্ষার্থী এবং বর্তমানে এই বিভাগের সহকারি অধ্যাপক। তিনি ২০১৫ সালে স্নাতকোত্তরে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে এ স্বর্ণপদক দেওয়া হয়।
আরও জানা যায়, ঊর্মি দাস চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের চাঁন্দের বাগ গ্রামের স্বর্গীয় উপেন্দ্র চন্দ্র দাস ও শিউলি রানী দাসের ছোট মেয়ে। তার অন্য দুভাই হচ্ছেন রবীন্দ্র চন্দ্র দাস এবং শরৎ চন্দ্র দাস। এর আগে ২০১৪ সালে তিনি বিজনেস স্টাডিস অনুষদের সকল বিভাগ গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করায় প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেয়েছেন।
এদিকে সাক্ষাৎকারে ঊর্মি দাস ‘হিলশা নিউজ’-কে বলেন, আমার এই কৃতিত্বের সম্পূর্ণ অংশীদার আমার বাবা। কেননা আমার বাবার নিরলস প্রচেষ্টা, ত্যাগ তিতিক্ষা ও অনুপ্রেরণার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আমি চাই ভবিষ্যতেও যেন আমি উচ্চ শিক্ষায় আরো সাফল্য লাভ করতে পারি এবং আমার বাবার ভালোবাসার গ্রামবাসীদের কল্যাণে ভূমিকা রাখতে পারি। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ।
এসময় স্বর্ণপদকপ্রাপ্ত ১৬ শিক্ষার্থীকে চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে এবারের সমাবর্তনে মোট ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী সনদ পেয়েছেন। সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে স্নাতক ক্যাটাগরিতে ৮ জনের মধ্যে মাইক্রোবায়োলজি বিভাগের তানজিনা আক্তার ও মুমতারিন জান্নাত ঐশী, ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) রাতুল কুমার সাহা, বিএম মুহিত সাঈফ ও রাদিআহ হাসান, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ফারিহা আফসানা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উম্মে মাহফুজা শাপলা, ভূগোল ও পরিবেশ বিভাগের জান্নাতুল হুসনা তুয়া ‘আসাদুল কবীর স্বর্ণপদক’ পেয়েছেন। এছাড়াও স্নাতকোত্তর ক্যাটাগরিতে ৭ জন ‘শরফুদ্দিন স্বর্ণপদক’ প্রাপ্ত শিক্ষার্থী হচ্ছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ঊর্মি দাস, পদার্থবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, শামীমা খানম, বদরুন্নাহার দীপা, মুহাম্মদ খায়রুল আলম,অর্থনীতি বিভাগের ইসতিয়াক রায়হান, ভূগোল ও পরিবেশ বিভাগের কামরুন নাহার। এদিনে স্নাতকোত্তরে দর্শন বিভাগের সর্বোচ্চ ফলাফলপ্রাপ্ত সাথী আক্তারকে ‘মোফাসসিল উদ্দিন আহমেদ ট্রাস্টফান্ড স্বর্ণপদক’ প্রদান করা হয়।
এদিকে ঊর্মি দাসের এমন সাফল্যে চাঁন্দেরবাগ সর্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটিসহ বিভিন্ন মহল থেকে তাকেসহ সকল স্বর্ণপদকপ্রাপ্তকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।