শ্যামল সরকারঃ চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি জাহিদুর রহমান জাহিদের অসুস্থতার খবরে তার বাসায় ছুটে গেলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
৮ আগস্ট সোমবার রাতে জাহিদের শারীরিক খোঁজ-খবর নিতে নেতৃবৃন্দ তার বাসায় যান।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাড. হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল বলেন, আমরা অসুস্থ জাহিদুর রহমান জাহিদের শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসায় গিয়েছি এবং তার আশু আরোগ্য কামনা করছি।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাতাব হোসেন রাসেল, ইমান গাজী, মমিনুল ইসলাম উজ্জ্বল, সাজ্জাদ হায়দার, খলিল,পালাশ হোসেন, রতন কর শুভ, রায়হান হোসেন রত্ন, রুবাইত আহমেদ উৎসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ জুলাই থেকে জাহিদুর রহমান জাহিদ ফুসফুস জনিত কারনে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।