প্রেস বিজ্ঞপ্তিঃ রোঃ জাহেদ হোসাইন চৌধুরী ২০২৪-২৫ রোটারী বর্ষের ডিআরআর নির্বাচিত হওয়ায় রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন-৩২৮২, বাংলাদেশের ডিআরআর নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে গতকাল (০৩/০৬/২৩ ইং) শনিবার। নির্বাচনে রোঃ জাহেদ হোসাইন চৌধুরী (২০২৪-২৫) রোটারী বর্ষের ডিআরআর নির্বাচিত হয়েছেন।
গত ৩’রা জুন রসমালাই’র শহর খ্যাত কুমিল্লার “ফান টাউন হলে ১০ম রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স” ইমাজিনেশনের দ্বিতীয় দিনে ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রোটার্যাক্ট ক্লাব অফ চিটাগাং সাউথের সাবেক সভাপতি রোঃ জাহেদ হোসাইন চৌধুরী ১৬৮ ভোটের মধ্যে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাংয়ের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত পেয়েছেন ৭৬ ভোট। কনফারেন্সের সমাপনী পর্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রোটাঃ লুৎফর বারী চৌধুরী ও অন্যান্য কমিশনারগণ এবং জেলা গভর্নরের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।
ফল প্রকাশিত হওয়ার পরবর্তীতে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর পক্ষ থেকে নব-নির্বাচিত ডি আর আর (২০২৪-২৫) কে ফুলেল শুভেচছা দেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর পিপি রো. জি এম. মুস্তাফিজুর রহমান, বর্তমান প্রেসিডেন্ট রো. মোঃ নজরুল ইসলাম নিলয় এবং সেক্রেটারি ইলেক্ট রো. অমরেশ দত্ত জয় উপস্থিত ছিলেন।
ফল ঘোষণা করার পর ২০২৪-২৫ এর নবনির্বাচিত ডিআরআর জাহেদুল ইসলাম চৌধুরী তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীসহ সকল রোটারেক্টদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ও সকলের সহযোগিতা কামনা করেন।