মমিনুল ইসলাম: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজের ২০২৩ইং এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ২০২৩ইং এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক লায়ন মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য শাহআলম সিদ্দিকী, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লায়ন শারমিন আক্তার, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয় সম্পাদক আ. আজিজ, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিল বোরহান উদ্দিন প্রধান, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, গভর্নিং বডির অবিভাবক শাখার সদস্য আলাউদ্দিন ফকির, পৌর যুবলীগ নেতা জিএম বাবু, এসএসসি পরিক্ষার্থী সাইফুল ইসলাম, ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহিন হাসান। এসময় মানপত্র পাঠ করলেন বিদ্যালয়ের শিক্ষার্থী মিথিলা আক্তার ও আখিঁ আক্তার এবং পরিক্ষার্থী দের পক্ষে মানপত্র পাঠ করেন পরিক্ষার্থী জ্যোতি আক্তার, মাহিমা আক্তার এবং মানপত্র গ্রহণ করেন দশম শ্রেণির শিক্ষার্থী মিম, ইকরা, সোহানা,সায়মা, সুমাইয়া, তাহসিন আক্তার।
কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আলী আহাম্মদ সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মিজানুর রহমান এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না।