অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে জীবনদীপের উদ্যোগে শহীদ বুদ্ধীজীবী দিবস ও জীবনদীপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৪ই ডিসেম্বর মঙ্গলবার রাতে জীবনদীপ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা।
এ সময় গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার মজিবুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাঁদপুর সদর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার প্রমূখ।
বক্তারা সভায় শহীদ বুদ্ধীজীবীদের স্মৃতিচারন করেন এবং জীবনদীপের বিভিন্ন পর্যায়ের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।