অমরেশ দত্ত জয়ঃ জীবনদীপের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
২৪শে অক্টোবর শনিবার ‘হিলশা নিউজ‘-কে এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
তিনি জানান, বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর রয়েছে সমান অধিকার। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জোড়ালো প্রদক্ষেপে সেই অধিকার নিশ্চিত হচ্ছে। আর সেই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করেই মানব সেবায় কাজ করে চলেছে জীবনদীপ। যারা বিনাস্বার্থে মানুষের রক্তের প্রয়োজনে সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়াচ্ছে। কেননা বাংলার জনগণ বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ। আমাদের মাঝে নেই কোন ভেদাভেদ, সবাই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।
তিনি আরও জানান, শারদীয় দূর্গা পূজার উৎসবটা সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর এই উৎসবটি বিশাল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে উৎসবটি উপভোগ করে থাকে। বর্তমানে করোনা মহামারির কারণে বিশ্ব যেন স্থবির হয়ে আছে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই এই উৎসবের আনন্দে মেতে উঠুক। এই প্রত্যাশায় সবাইর প্রতি রইলো শারদীয় দূর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা।