হিলশা নিউজ রিপোর্টঃ পথ শিশুদের খাওয়ানো মানবিকতার ১টি উদাহরণ। আর সেটি যদি করা হয় একেবারে অনানুষ্ঠানিকভাবে। তাহলে তা সত্যিই প্রশংসার দাবী রাখে। আর কোমলমতি শিশুদের সাথে এমন একটি মুহূর্তে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চত্ত্বরে এমন দৃশ্যই ‘হিলশা নিউজ‘-এর এ প্রতিবেদকের ক্যামেরায় উঠে আসে।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জেলা পরিষদ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে দুপুরের খাবারের আয়োজন ছিলো। আর সেই খাবারের স্থানে দাওয়াত ছিলো না শিশু। কিন্তু খাবারের খবর আশ-পাশের এলাকায় ছড়িয়ে পড়লে হত দরিদ্র শিশুরা খাবার খেতে জেলা পরিষদে ভীড় জমায়। আর এই বিষয়টি জেলা পরিষদ চেয়ারম্যানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ওই শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন। তিনি অসুস্থ হওয়ায় হাঁটতে না পারায় হুইল চেয়ারে বসেই শিশুদের হাতে হাতে খাবারের ব্যবস্থা করেন। আর সেই দৃশ্যটিই ‘হিলশা নিউজ‘-এর এই প্রতিবেদকের ক্যামেড়ায় মানবিকতার দিকটি ফুটে উঠে।
ক্ষুধার্ত শিশু হালিমা, আকলিমা, পান্না, মরিয়ম, খাদিজা, তুষারসহ অন্যরা ‘হিলশা নিউজ‘-কে জানান, আমরা বিভিন্ন অনুষ্ঠান হলেই খাবারের সন্ধানে ছুটে আসি। কিন্তু পোশাক ভালো থাকে না বলে ”খাবার ত দূরের কথা” অনেক সময়ই আমাদের অনুষ্ঠানেই লোকেরা ঢুকতে দেয়া না। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের নিজে অবস্থান করে খেতে দিয়েছেন। আমরা খাবার পেয়ে খুব খুশি। দোয়া করছি ওনি যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠেন।