মোঃ আরিফুল ইসলামঃ আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে ওঠেছে প্রচার প্রচারনা। জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। সে লক্ষ্যে ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে মতবিনিময় করেছেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী রামপুর ইউনিয়নের কৃতি শন্তান ও চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ।
রবিবার ১১ সেপ্টেম্বর সকাল ১০ টায়, হানারচর ইউনিয়ন পরিষদের সদস্যদের মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, ছাত্রজীবন থেকে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বর্তমানে সদর উপজেলা যুব রাজনীতির সাথে আছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামিলীগের আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলাম। আসন্ন জেলা পরিষদ নিবার্চনে জনগণের সেবা করার জন্য চাঁদপুর জেলা পরিষদের সদর উপজেলা থেকে সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে সামনে অগ্রসর হতে চাই।
মতবিনিময় সভায় হানারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার রাড়ী’র সভাপতিত্বে , রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম,শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাজী,রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান, হানারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হোসেন সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।