মামুন হোসাইনঃ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু। তিনি বলেন শাহাবুদ্দিন সাবু বলেন,চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন করার জন্য মনোয়নপত্র সংগ্রহ করেছি, যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন জেলা পরিষদ নির্বাচনের সকল ভোটার এবং ফরিদগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করছি, আমি যদি জেলা পরিষদের ফরিদগঞ্জ উপজেলা থেকে সদস্য নির্বাচিত হই, জেলা পরিষদের প্রাপ্ত বরাদ্দ দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ফরিদগঞ্জের সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব। এই সময় উপস্হিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম,ইউপি সদস্য নান্টু মিজি,যুবলীগ নেতা ইসমাইল হোসেন।
তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।