মহসীন আলমঃ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদর ওয়ার্ড থেকে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব সমাজের আদর্শ, শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি’র স্নেহধন্য বিশ্বস্ত কর্মী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী। তিনি আজ ১৫সেপ্টেম্বর বৃহস্পতিবার তার শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসাইন আহমেদ দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান দুলাল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন প্রমুখ।
জানা যায়, সদস্য পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য নিজের নাম ঘোষনা দিয়ে ব্যাপক গণসংযোগ করে আসছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী। তার বাড়ী চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে। যিনি শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি’র একান্ত স্নেহধন্য। পেশায় একজন ইঞ্জিনিয়ার। রাজনীতিতে তার পরিচিতির ভান্ডার বেশ সমৃদ্ধ। সুশৃঙ্খলতার পাশাপাশি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী হওয়ায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে।