শাহরাস্তি সংবাদদাতাঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে অবস্থিত উপজেলার প্রাচীনতম বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ৩ শতক ভূমি ক্রয় করে তা দান করেছেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী আসাদুজ্জামান ভূঞা ও তার স্ত্রী ইসমাত জাহান লুভনা।
যার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকার বেশি। এই জমি ক্রয়ে অর্ধেক তিনি নিজে ও অর্ধেক তার স্ত্রী নুভনার ব্যক্তিগত তহবিল থেকে ব্যয় করেছেন। বিগত ২৬ এপ্রিল বুধবার এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মোঃ জাকির হোসেন পাটোয়ারীর উপস্থিতিতে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহ্ হাতে ক্রয়কৃত ৩ শতক জমির দলিল হস্তান্তর করেন।
উক্ত জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইয়ামিন হোসেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন, একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীণ অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ কলিম উল্ল্যাহ্ ভূঞার ছোট ছেলে মোঃ আসাদুজ্জামান ভূঁঞা সুমন। তিনি বিদ্যালয় প্রাক্তণ ছাত্র-ছাত্রী কল্যাণ কমিটির সদস্য সচিবও বটে। বর্তমানে আসাদুজ্জামান ভূঁঞা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর স্ত্রী ইসমাত জাহান লুভনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কুমিলা জেলা পাবলিক হেলথ -এ নার্স হিসেবে কর্মরত আছেন।
আসাদুজ্জামান তার প্রয়াত পিতার স্মৃতিকে চীর অম্লান রাখতে বাবার হাতে গড়া প্রতিষ্ঠানে এবং তার শৈশবের ফেলে যাওয়া লেখা-পড়া করা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এই জমি/ভূমি দান করেছেন। এক প্রতিক্রিয়ায় নিকট ভবিষ্যতে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে আরও অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেছেন।