১’লা এপ্রিল তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
খবর নিয়ে জানা যায়, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন গাজী টিভি( জিটিভি) তে তিনি সংবাদ পাঠিকা হিসেবে যোগদান করেছেন।
এ ব্যপারে তিনি ‘হিলশা নিউজ’-কে জানান, সরকারি চাকুরি ছেড়ে দেইনি। শুধুমাত্র সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পর সংবাদ উপস্থাপনের কাজে যুক্ত হয়েছি। তাও সরকারের অনুমতি নিয়ে। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত রয়েছি।মানুষের সেবায় ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।
তিনি ‘হিলশা নিউজ’-কে আরো জানান, নিজের আগ্রহ থেকেই এ পেশাতেই এসেছি। আপাতত প্রতি শুক্রবার সকাল ৯ টা এবং ১০ টার সংবাদ পাঠিকা হিসেবে আছি। নতুন অভিজ্ঞতা উপভোগ করছি। আমার কর্মময় জীবনের সফলতা কামনায় সবার দোয়া কামনা করছি।
