... বিস্তারিত
ঢাকায় গীতা স্কুল পরিচালনা পরিষদ কর্তৃক শীতবস্ত্র বিতরণ
রাজীব চন্দ্র শীলঃ ২২ই জানুয়ারি শুক্রবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত গীতা স্কুল পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঢাকায় ছিন্নমূল পথশিশু ও অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।পরেরদিন ২৩ই জানুয়ারি শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী সেবাশ্রমের আশে পাশে থাকা অসহায় হিন্দুদের মাঝে ও এই শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।২২ই জানুয়ারি ও ২৩ই জানুয়ারি এই দুই দিনে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল,শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী সেবাশ্রমের সভাপতি উৎপল সাহা,সহ-সভাপতি বাবুল বিশ্বাস,যমুনা টেলিভিশনের সাংবাদিক দেবাশীষ সরকার,জিএসপিপি কচুয়া শাখার সভাপতি অপু চক্রবর্তী,হাজীগঞ্জ শাখার প্রতিনিধি অন্তর দেব,কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রিয়াম সরকার,সুজন দাস,সারথী অজিত দাস, তাপস ঘোষ,অশান্ত দাস,বরুন বাউল প্রমুখ।