স্টাফ রিপোর্টারঃ ঢাকা নয় এবার চাঁদপুরেই রোগীরা পাচ্ছেন হরমোন বিশেষজ্ঞ এক চিকিৎসককে। তিনি হচ্ছেন সুনামধন্য চিকিৎসক ডাঃ আহমেদ হোসেন। যিনি প্রতি সোমবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত শহরের মেডিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে রোগী দেখেন। যা শহরের হাজী মহসিন রোডে চিত্রলেখার পাশের বাংলালিংক কার্যালয়ের পাশে অবস্থিত।
১ মে রোববার এক সাক্ষাৎকারে ‘হিলশা নিউজ‘-কে এ তথ্য জানিয়েছেন মেডিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন।
তিনি ‘হিলশা নিউজ‘-কে বলেন, দীর্ঘসময় চাঁদপুরে ভালো কোন হরমোন বিশেষজ্ঞ না থাকায় রোগীদের চিকিৎসা নিতে ঢাকায় যেতে হতো। এতে আর্থিক ক্ষতি, সময় অপচয় এবং ভোগান্তি হতো বেশি। তাই আমরা চাঁদপুরের মানুষের কথা ভেবে তাদের চাহিদার প্রেক্ষিতে একজন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে এসেছি। যার নাম ডাঃ আহমেদ হোসেন।
মেডিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, সুনামধন্য এই ডাঃ আহমেদ হোসেন এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এম ডি-এন্ডোক্রাইনোলজী (ডায়াবেটিস ও হরমোন), বিএসএমএমইউ( পিজি হাসপাতাল,ঢাকা) এবং এমআরসিপি (মেডিসিন) এর ওপর চর্চা করেছেন লন্ডনে। অর্থাৎ ডাঃ আহমেদ হোসেন হরমোন ছাড়াও ডায়াবেটিস, থাইরয়েড ও মেডিসিন রোড বিশেষজ্ঞ। তাই দেড়ী না করে সেবা পেতে সিরিয়ালের জন্য এখনই যোগাযোগ করার অনুরোধ।