... বিস্তারিত
তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা
সজল চন্দ্র দাসঃ ৯ ডিসেম্বর ২০২০ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি-সনাক, চাঁদপুর এর উদ্যোগে অনলাইন প্ল্যাটফম ব্যবহার করে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে এবং তরুণ শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে ধারণা প্রদান এবং এ আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার নিয়মাবলী:
প্রতিযোগিতার ৭ ডিসেম্বর ২০২০ বিকাল ০৩:০০টা-০৪.০০টা পর্যন্ত চলবে;
প্রতিযোগিতার বিষয়: (ক) দুর্নীতি দমন কমিশন (দুদক) (খ) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ (গ) দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস (ঘ) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) (ঙ) তথ্য অধিকার আইন, ২০০৯, ইত্যাদি;
প্রতিযোগিতার অংশগ্রহণকারী: সনাক-চাঁদপুর অ লের বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক থেকে ¯œাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীগণ সনাক-চাঁদপুর কর্তৃক নির্ধারিত গুগল লিংকে (যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/লগপঠঈডঔঢ়ুচখঔঈজুঝ৬) ফর্ম পূরণের মাধ্যমে ৬ ডিসেম্বর ২০২০, বিকাল ৫.০০টার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে;
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রত্যেক নিবন্ধিত প্রতিযোগীর ই-মেইলে সংশ্লিষ্ট রিডিং ম্যাটেরিয়াল ও প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী প্রেরণ করা হবে;
৭ ডিসেম্বর ২০২০ প্রতিযোগিতা শুরুর ০৫ মিনিট পূর্বে নিবন্ধিত সকল সদস্যের ই-মেইলে প্রশ্নপত্র পাঠানো হবে। প্রতিযোগিতাটি গুগল ফরম ব্যবহার করে আয়োজন করা হবে।
প্রতিযোগিতার জন্য নির্ধারিত সময় ০৭ ডিসেম্বর ২০২০, বিকাল ০৩:০০টা – ০৪.০০টার মধ্যে সুনিদিষ্ট গুগল ফর্মে প্রশ্নের উত্তর প্রদান সম্পন্ন করে প্রতিযোগীদের উত্তরপত্র সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো প্রতিযোগী উত্তরপত্র সাবমিট করলে তা বাতিল বলে গণ্য হবে;
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগসহ ডেস্কটপ/ল্যাপটপ/স্মাট ফোনের প্রয়োজন হবে।
প্রতিযোগিতার ফলাফল ০৯ ডিসেম্বর ২০২০ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে ঘোষণা করা হবে। প্রতিটি সনাকের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের পুরস্কৃত করা হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে;
প্রতিযোগিতা চলাকালে কোনো কারিগরি সহযোগিতার প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার এর মোবাইল (০১৭১৪-০৯২৮৬৯) নাম্বারে ফোন করতে হবে।