অমরেশ দত্ত জয়ঃ সুন্দর সমাজ বিনির্মাণে তরুন ভোটারদের নিয়ে অবসরেই খেলাধূলায় মেতে থাকেন চাঁদপুরের মতলব দক্ষিণের নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ভরত চন্দ্র দাস সাধু। মূলত মাদক থেকে তরুন যুবসমাজকে দূরে রাখা এবং সমাজে শৃঙ্খলা রক্ষায় তরুন ভোটারদের ঐক্যবদ্ধ রাখতেই তার এমন কর্মপরিকল্পনা।
১১ জানুয়ারি শনিবার বিকালে মেহরন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি স্থানীয় রাম দাস অধিকারী প্রভূর স্মৃতি স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচের পুরুষ্কার বিতরণকালে তিনি এ কথা জানিয়েছেন। এদিন খেলায় শুধু আয়োজকই নয় বরং মাঠে রেফারির দায়িত্বও পালন করেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ভরত চন্দ্র দাস সাধু।
তিনি বলেন, সনাতন সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় সবাইকে ঐক্যবদ্ধ রাখতে আমি তরুন প্রজন্মকে নিয়ে অবসরেই খেলাধূলায় মেতে উঠি। আমি নিজেও একসময় ফুটবলসহ অন্যান্য খেলাধূলায় পারদর্শী ছিলাম। বয়সের সাথে সাথে যৌবন হারালেও এখনো মাঠের খেলাধূলা থেকে নিজেকে দূরে রাখতে পারিনা। তাই সমাজে শৃঙ্খলা রক্ষার হাতিয়ার হিসেবে আমি সবসময় খেলাধূলাকেই হাতিয়ার হিসেবে বেছে নেই।
সরজমিনে দেখা যায়, সনাতন ধর্মালম্বীদের ঘনবসতি এলাকা মেহারন এবং পার্শ্ববর্তী সনাতন ধর্মালম্বী এলাকা মধুপুর গ্রামের তরুন ভোটারদের দুভাগ করে প্রীতি ফুটবল খেলা হয়। সেখানে আয়োজক ইউপি সদস্য ভরত নিজেই মাঠের এ প্রান্ত হতে ওই প্রান্তে বাঁশি হাতে রেফারি হিসেবে দৌড়াচ্ছে। পরে নির্ধারিত সময় শেষে মেহরন স্পোটিং ক্লাব ১ – ০ গোলের ব্যবধানে মধুপুর একাদশকে পরাজিত করেন। এরপর জয়ী পরাজিত প্রত্যেক দলকে এবং দলের খেলোয়াড়দের মেডেলসহ অন্যান্য উপহার প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা শরৎ চন্দ্র দাস, শ্রী কৃষ্ণ দাস, নকুল চন্দ্র দাস, প্রান কৃষ্ণ দাস,মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য রিপন দাস, মোঃ আবুল কালামসহ অন্যরা। খেলা চলাকালীন সময়ে মাঠের দুপাশে কয়েক হাজার নারী পুরুষ দর্শক হিসেবে খেলা উপভোগ করেন।