সুমন আহমেদ : বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের মতলব উত্তর ও ছেংগারচর পৌর শাখার পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২০মে শনিবার চাঁদপুর জেলা তাতীদলের আহ্বায়ক আলী আহম্মদ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান লিটন ও সফিকুর রহমান পাটোয়ারীর পরিচালনায় এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তাঁতিদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল মতলব উত্তর উপজেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন কে সভাপতি, কামরুল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক ও ফারুক বেপারীকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৮১ সদস্য বিশিষ্ট মতলব উত্তর উপজেলা শাখা ও ছেংগারচর পৌর তাতীদলের আহ্বায়ক আবুল হোসেনকে সভাপতি, সোলেমান প্রধানকে সাধারণ সম্পাদক ও মফিজুল ইসলাম খানকে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
আজ সোমবার ২২ মে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর -২ সাবেক ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেন, মতলব উওর উপজেলা বিএনপি সহ সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, বিএনপি নেতা তারেক সরকার, যুবদল নেতা হালিম সরকার রিংকু, মোহাম্মদ আলী জিন্নাহ, বিল্লাল হোসেন ,সায়েম মেম্বার, আকতার হোসেন, তাতিদলের সিনিয়র সহসভাপতি আসাদ মোল্লা প্রমুখ।
মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গনতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আমাদের ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন। কেন্দ্রীয় ভাবে যেকোনো সিদ্ধান্ত আসলে আমরা মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর তাতীদল ঐক্যবদ্ধ ভাবেই সেই নির্দেশনা পালনের সর্বাত্মক চেষ্টা করে যাব।