স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলায় তারুণ্য সাংস্কৃতিক সংগঠন হবে চাঁদপুরের সকল সংগঠনের অন্যতম শেরা সংগঠক বলে জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাঃসম্পাদক ও নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সভাপতি ফেরদাউস মোর্শেদ জুয়েল।
তিনি ২১ অক্টোবর সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপরন্তু কথাগুলো বলছিলেন।
তারুণ্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এ্যাড,মোঃ আতাউর রহমান পাটওয়ারীর পরিচালনায় উক্ত পরিচিতি সভায় বক্তব্য রাখেন সহসভাপতি জাহিদুর রহমান জাহিদ, ফারুক হোসেন ভুইয়া, পিন্টু সাহা, খোরশেদ আলম শাওন,রাসেল আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাহাদাত, শ্যামল সরকার,মান্নান কাজী,সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন বাবু,সাংস্কৃতিক সম্পাদক আবু সায়েম,দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, প্রচার সম্পাদক তাপষ রায়, অনুষ্ঠান সম্পাদক জুয়েল কান্তি নন্দু, সদস্য মোঃ নিশান,সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাহাদাত কর্মজনিত কারনে বিদেশ যাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং জেলায় গৃহীত সিদ্ধান্ত গৃহীত মোতাবেক জানানো হয় জেলায় সরকারি বেসরকারি যেকোন অনুষ্ঠানে অংশগ্রহণ করা সহ নবকমিটির অভিষক ব্যাপক ভাবে করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।