স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডে তুই করে বলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার স্বীকার হয়েছে তাসিন হোসেন(১৭)। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
৩ জুলাই সোমবার রাতে কোড়ালিয়ার ছৈয়াল বাড়ী রোডে এই হামলা করা হয়। হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে আহত তাসিন হোসেনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
স্থানীয়রা জানান, কোড়ালিয়ার হৃদয়, অভি, সাহরিয়াজ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে তাসিন হোসেনকে। এরা প্রায় এলাকায় দল বেঁধে হেঁটে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আর এবার তাদের স্বীকার বানিয়েছে অসহায় স্কুল ছাত্র তাসিনকে। আমরা এই কিশোর সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।
ভুক্তভোগীর মাতা মাসুদা বেগম বলেন, আমার ছেলে আমার জন্য ঔষুধ কিনতে সাথে এসে এই রক্তাক্ত হামলার স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। আমি প্রশাসনের কাছে এদের শাস্তির দাবী জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে হৃদয় গ্রুপের কারোরি বক্তব্য পাওয়া যায়নি।