স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সাহিত্য ফোরাম এর আহ্বায়ক ও সংগঠক এবং সমাজসেবক মাহবুবুর রহমান সেলিম বলেছেন, তেলবাজদের হাত থেকে বিজয় মেলা রক্ষা করতে হবে। বিতর্কিতদের হাত থেকে এ মেলা পুনুরুদ্ধার করতে হবে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান সেলিম আরও বলেন, বিশ্বাসঘাতকদের পতন অনিবার্য অতিশয় নিকটে। আর এদের সাথে হাত মিলায় সমাজের অতি নিকৃষ্ট তেলবাজ ও পথভ্রষ্ট কিছু রাজনীতিবিদ। যারা সমাজের বিভিন্ন দুর্নীতিমূলক অপকর্মে লিপ্ত থাকেন প্রতিনিয়ত। ইতিহাস তাদের ক্ষমা করবে না। তাই সময় থাকতে এদের বিরুদ্ধে সকলে সোচ্চার হতে হবে।