অমরেশ দত্ত জয়ঃ দিল্লী দরবার রেষ্টুরেন্ট ও ক্যাফে চাঁদপুর শহরের মহিলা কলেজ রোডের হাসানআলী বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে উদ্বোধন করা হয়েছে।
২৩ নভেম্বর মঙ্গলবার বিকালে ফিতা কাটা ও দোয়ার মধ্য দিয়ে এই রেষ্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, দপ্তর বিষয়ক সম্পাদক আরাফাত সানী, দিল্লী দরবার রেষ্টুরেন্ট ও ক্যাফের পরিচালক মোঃ রাজন খান, ম্যানেজার মোঃ রাকিব হোসাইন প্রমূখ।
এ বিষয়ে দিল্লী দরবার রেষ্টুরেন্ট ও ক্যাফের পরিচালক মোঃ রাজন খান ‘হিলশা নিউজ‘-কে বলেন, সকলের দোয়ায় অত্যান্ত নান্দনিক পরিবেশে আমরাই চাঁদপুরে ১ম বারের মতো দিল্লী দরবার ব্রান্ডের রেষ্টুরেন্টটি চালু করেছি। গ্রাহকদের মান সম্মত খাওয়া ও রুচিশীল পরিবেশ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা যাতে সুনামেরসহিত ভালো খাবার ডেলিভারি দিতে পারি সেজন্য সকলের দোয়া প্রত্যাশা করছি।
তিনি ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, এখানে থাই চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, সী ফুড ও ফাস্টফুড আইটেমসহ বিভিন্ন প্রকার পানীয় পাওয়া যাবে। যা রেষ্টুরেন্টে বসে খাওয়ার পাশাপাশি অনলাইনে বসেও যে কেউ নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন।