স্টাফ রিপোর্টারঃ রোটাবর্ষের প্রথম দিনে দুঃস্হদের মাঝে রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির পক্ষ হতে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুরে শহরের কালীবাড়ি ও শপথ চত্বর মোড়ে এ খাবার বিতরণ করা হয়। এতে ছিন্নমূল শিশু, পথচারী, ভবগুরে ও ভাসমান অসহায় নারী পুরুষ এক বেলার জন্য ভালো খাবার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির সভাপতি রোটাঃ মুহাম্মদ রকিবুল হাসান রুমন, সেক্রেটারি রোটাঃ মাহমুদ হাসান কবির, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটাঃ পিপি রহিমা বেগম, ক্লাব ট্রেইনার রোটাঃ মফিজ উদ্দিন সরকার, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এস এম মোর্শেদ সেলিম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ তাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রোটাঃ সাখাওয়াৎ হোসেন, ক্লাব ডিরেক্টর রোটা: সমির পোদ্দার ও রোটারেক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চার্টার প্রেসিডেন্ট রো: তাহমিনা আক্তারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।