মোঃ রুহুল আমিনঃ ১১ মার্চ শনিবার ২দিনের (১১ ও ১২ মার্চ) সফরে নির্বাচনী এলাকায় (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসছেন সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এ সফরের ১১ মার্চ শনিবার তিনি সকাল ৭টায় ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সফরসূচির শুরুতে বেলা সাড়ে এগার ঘটিকায় নির্বাচনী এলাকায় শাহরাস্তি উপজেলার একমাত্র সরকারি করফুলেরন্নেছা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। দিনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে বেলা দেড়টায় তিনি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন এবং বিকাল সাড়ে তিনটায় একই উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই সফলসূচির দ্বিতীয় দিন অর্থাৎ ১২ মার্চ রবিবার সকাল ৯টায় হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের জমজমিয়া খাল সংস্কারের কাজের শুভ উদ্বোধন, বেলা সাড়ে এগার ও ৩ ঘটিকায় একই উপজেলার ৫ নং সদর ও ৮ নং হাটিলা ইউনিয়নের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২০২৩ সালে এটি তাঁর তৃতীয় সফরসূচি।
কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, সামরিক শাসক এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদায়) দায়িত্ব পান। তিনি ডিসেম্বর ১৯৯০ সাল থেকে ২০ মার্চ ১৯৯১ সাল পর্যন্ত ওই সরকারের মন্ত্রী পদমর্যদায় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকা ২৬৪ চাঁদপুর-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকা থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মত নির্বাচিত হন এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ ও ‘পরিকল্পনা মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।
তিনি তাঁর নির্বাচনী এলাকায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে নিবেদিত হয়ে নিরলসভাবে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করে যাচ্ছেন।