মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জলিল শেখের ছেলে প্রতিবন্ধী মোঃ আলাউদ্দিন শেখ (৩৩) তাঁর দুটি পা বিকলাঙ্গ। কত কষ্টে সে জীবন যাপন করে তা না দেখলে কারোরি বুঝার উপায় নেই।
১১ আগস্ট বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে জানা যায়, গত ২৪ বছর আগে তার টাইফয়েড জ্বর হয়। সে জ্বরেই তার দুটো পা প্যারালাইসিস হয়ে বিকলাঙ্গ হয়ে যায়। প্রতিবন্ধী আলাউদ্দিন শেখের সংসার জীবনে ৩টি মেয়ে, সে নিজে চলতে পারেনা।অন্যদিকে সংসার চালাতে তার পক্ষে খুব হিমশিম হয়ে যাচ্ছে।
হরিনা ফেরীঘাট একটি টং দোকান নিয়ে কোন রকম চা, পান বিক্রি করে। এসামন্য রোজগারের টাকা দিয়ে সংসার চালাবে নাকি ৩টি মেয়ের পড়া লেখা চালাবে। কোনটাই তার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার জীবনে এরকম কষ্ট হবে কখনো ভাবতে পারছি না। আল্লাহ যখন যা করে তার বান্দার জন্য ভালো করে।
প্রতিবন্ধী আলাউদ্দিন শেখ আরো বলেন, বাড়ি থেকে আমার চায়ের দোকানে রিক্সা দিয়ে আসতে হয়। প্রতিদিন যাতায়াত খরচ হয় ৯০ -১০০ টাকা।
এ খরচ আমার পক্ষে দেওয়া অনেক কষ্ট কর হয়ে যায়। তাই সকলের প্রতি আমার দাবী আমাকে একটা মটর চালিত হুইল চেয়ারের ব্যাস্থা করে দিলে আমি কষ্ট থেকে বেঁচে যেতাম। চাঁদপুর জেলা প্রশাসকসহ সুধীমহলের প্রতি আকুল আবেদন আমাকে একটা মোটরচালিত হুইল চেয়ার ব্যবস্থা করে দিলে আমি চির কৃতজ্ঞ থাকবো।