... বিস্তারিত
দেবপুরে লিটন সরকারের উদ্যোগে শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থণা
মহসীন আলমঃ বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ নির্বাচনী আসনের সাংসদ আলহাজ্ব ডা. দীপু মনি’র সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দেবপুরে ঠাকুর সেবার মাধ্যমে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। গত ৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দেবপুর সরকার বাড়ীতে অর্ধশত বৈষ্ণব দ্বারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লিটন সরকারের(লিটন ডাক্তার) উদ্যোগে চাঁদপুরের উন্নয়নের রুপকার ও উক্ত ইউনিয়নের কৃতি সন্তান দীপু মনি’র দ্রুত সুস্থতার জন্য এ প্রার্থনার আয়োজন করা হয়। এদিন প্রাক্তন শিক্ষক ঠাকুর স্বপন কুমার আচার্য্যর নেতৃত্বে অর্ধশত বৈষ্ণব ঠাকুর সেবার মাধ্যমে শিক্ষামন্ত্রীর জন্য প্রার্থনা করেন। উল্লেখ্য, জনপ্রিয় নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ক্যাপশনঃ দেবপুরে লিটন সরকারের উদ্যোগে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি’র সুস্থতা কামনায় ঠাকুর সেবার মাধ্যমে প্রার্থনারত বৈষ্ণবগণ।