অমরেশ দত্ত জয়ঃ দেয়ালে নোটিশ সাঁটিয়ে নিজের কার্যালয়কে ধূমপানমুক্ত ঘোষণা দিলেন চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম। আর এটিকে পজেটিভ হিসেবেই দেখছেন সেবাপ্রার্থীগণ।
১০ মে বুধবার ওই কার্যালয়ে গিয়ে দেয়ালে টানানো ওই নোটিশ নজরে আসে।
জানা যায়, স্বল্প শিক্ষা, ভাসমান জনপদ ও মাদকপ্রবণ এলাকার জন্য চাঁদপুর পৌর এলাকায় চিহ্নিত নাম ৭নং ওয়ার্ড। যেখানে বিশৃঙ্খলাময় জীবন কাটাতেই অনেকটা ব্যস্ত স্থানীয় অসহায় দুঃস্থ ওয়ার্ডবাসী। যারা সামান্য ঘটনা অঘটনার জন্যও অভিযোগ এবং প্রাপ্তির জন্য দৌঁড়ে ছুটে আসেন কাউন্সিলরের কাছে। আর তাই এসব সেবাপ্রার্থীদের মধ্যে একটি ইতিবাচক ধারণা সৃষ্টি করতেই নিজ কার্যালয়ের দেয়ালে ধূমপানমুক্ত নোটিশ সাঁটানোর উদ্যোগ নেন কাউন্সিলর।
এ বিষয়ে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের ভোটারদের অবস্থা সবাই ভালোভাবেই জানে। এখানে সারাক্ষণই ঘটনা অঘটনার জন্ম হয়। আর এসব কাজে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও পিছিয়ে নেই। তবে আমি কাউন্সিলর নির্বাচিত হয়ে এই ওয়ার্ডটিকে অনেকটাই সুশৃঙ্খলতায় আনতে সক্ষম হয়েছি। সেবাপ্রার্থীদের ধারণা বদলে দিতেই নোটিশ টানিয়ে কার্যালয়কে মাদকমুক্ত ঘোষণা করেছি। আমি যাতে সবসময় সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারি এজন্য সবার দোয়া চাই।