স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে লঞ্চঘাট এলাকা হতে তল্লাশি চালিয়ে দেড়কেজি গাঁজাসহ নাজমুন নাহার মুনিয়া(২২) নামের এক নারীকে আটক করা হয়েছে।
৩ সেপ্টেম্বর বিকালে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এসআই মজিবুর রহমান এ অভিযান চালিয়েছেন।
আটককৃত নাজমুন নাহার মুনিয়া(২২) বাগেরহাটের মোড়লগঞ্জের বহরবুনিয়া গ্রামের নাছির উদ্দিন হাওলাদার ও লিলি বেগমের মেয়ে।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, ওই নারী মাদক বহনকারী মুনিয়া বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকার মদনপুরে বসবাস করতো। তাকে দেড় কেজি গাজাসহ হাতেনাতে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রীয়াধীন রয়েছে।