মোঃ আরিফুল ইসলামঃ দৈনিক প্রভাতী কাগজ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর( সকালে চাঁদপুর জেলা প্রশাসক সন্মেলন কক্ষে চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতী কাগজ এর ১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়।
দৈনিক প্রভাতী কাগজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেলসহ এ পত্রিকায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে যাচ্ছেন সকলকে আন্তরিক অভিনন্দন। কেননা সংবাদকর্মী হচ্ছে সমাজের দর্পণ। এদের মাধ্যমে সমাজের প্রকৃত খবরাখবর জানা যায়। আশা করি দৈনিক প্রভাতী কাগজ পত্রিকাটি বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ প্রচার করবে। বর্তমানে পত্রিকাটির যে অবস্থান রয়েছে ভবিষ্যতে আরও গ্রহণযোগ্যতা বেশি পাবে এই প্রত্যাশা করছি এবং এর সমৃদ্ধি কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, প্রভাতী কাগজের সহকারী সম্পাদক ইলিয়াস খান নিজেল, এইচ এম আরিফ, স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দ্বীন মোহাম্মদ দিলরাজ, শাহরিয়ার এমরান সিয়াম, নিজস্ব প্রতিনিধি মজিব পাটোয়ারী, মো.মুছা তপদার প্রমুখ।