সংবাদদাতাঃ দৈনিক শপথ এর ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে র্যালী, কেক কাটা, সাংবাদিক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট শুক্রবার বিকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও কবি আমিনুল ইসলাম।
দৈনিক শপথের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা-২০২২ গ্রহণ করেন ৭১ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ও এ্যাসাইমেন্ট এডিটর সুজন কবির ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী।
এছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, কবি ছড়াকার ও প্রাবন্ধিক পীযূষ কান্তি বড়ুয়া, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম।
দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাদের পলাশের সঞ্চালনা স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এমএ লতিফ। অনুষ্ঠানে সাংবাদিক ও সুধীমহল উপস্থিত ছিলেন।