স্টাফ রিপোর্টারঃ ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্যের উর্ধ্বগতি এবং ভোলা জেলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে পৌর ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি।
৩০ আগষ্ট মঙ্গলবার বিকালে পুরানবাজার ডিগ্রি কলেজ রোডে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উদ্ধগতি। জ্বালানী তেলের দাম প্রায় অর্ধশত টাকা বৃদ্ধি করে ৫ টাকা কমিয়েছে। যা হাস্যকর। আমরা এ দূর্নীতিবাজ সরকারকে আর দেখতে চাই না। আমরা শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে এ সরকারকে হটাতে চাঁদপুরে দূর্বার আন্দোলন গড়ে তোলবো।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বেপারীর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সহ-সভাপতি শহীদুল ইসলাম মক্কু ছৈয়াল, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার উদ্দিন শিশু, পৌর শ্রমিক দলের সভাপতি ফরিদ আহমেদ মোস্তান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, চাঁদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল হোসেন গাজী।
এ সময় পৌর বিএনপি নেতা হুমায়ন কবির হুমা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, পৌর যুবদলের সদস্য সচিব আবদুর রাজ্জাক হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমেদসহ বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।