সমীর ভট্টাচার্যঃ চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামে ধনাগোদা নদীতে গোসল করতে রাকিবুল ইসলাম রকিব (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে।
২৪ এপ্রিল সোমবার বিকালে নদী থেকে এ মরদেহ উদ্ধার করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরিদলের প্রধান প্রণব বড়ুয়া।
স্থানীয়রা জানান, রাকিবুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার দুলাল মিয়ার ছেলে। তার জন্মের কয়েক বছর পর তার মা মারা যান এবং এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে হোমনায় বসবাস করছে। ঐসময়ে রাকিবের মা মারা যাওয়ার পর মতলব দক্ষিণের চরমুকুন্দি গ্রামে তার ফুফু রিংকি বেগম তাকে এনে লালনপালন করছে। পরবর্তীতে তাকে স্থানীয় চরমুকুন্দি দারুল কোরআন হাফিজিয়া নুরানী মাদ্রাসায় নুরানী বিভাগের ভর্তি করা হয় এবং পরিচিতদের সাথে গোসলে নেমে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরি দলের প্রধান প্রণব বড়ুয়া বলেন, উদ্ধারের পর রাকিব নামের ওই ছাত্রের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।