অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর সদরের নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে ইন্সপেক্টর মো. মাসুদ যোগদান করেছেন।
৩১শে অক্টোবর শনিবার তিনি এ যোগদান করেন। তার পূর্বের কর্মস্থল ছিলো পুরানবাজার পুলিশ ফাঁড়ি।
জানা যায়, পুরানবাজার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে যোগদান করে ইন্সপেক্টর মো. মাসুদ মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছিলেন। প্রায় ১০টির বেশি মামলা এবং প্রায় ৪০ জনেরও বেশি মাদক কারবারি আটক করতে সক্ষম হয়েছিলেন। তার চৌকুশতায় মাদক ব্যবসা করবে না বলে শপথ গ্রহনকারী একাধিক সাধু সেজে থাকা মাদক কারবারিকে তিনি ইয়াবা/গাঁজার মতো মাদকসহ হাতেনাতে গ্রেফতার সমাজে তাদের সাধু মুুখোশ উন্মোচন করেছিলেন।
আরও জানা যায়,ইন্সপেক্টর মো. মাসুদ ঘোষণা দিয়ে ওই পুরান বাজার ফাঁড়িতে দালাল চক্রের উপদ্রব বন্ধ করেছিলেন। সেই সাথে ফাঁড়ি এলাকায় সব রকমের সালিশি বৈঠক বন্ধ করেন। আর এসব কাজ করে তিনি পুরানবাজারে বেশ সফলতারসহিত নিজের কর্মসম্পাদন করেছেন।
এদিকে এক সাক্ষাৎকারে নতুনবাজার পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ মো. মাসুদ জানান,মাদক ব্যবসায়ী ও দালালদের সাথে কোন আপোশ নেই। নতুন বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
