স্টাফ রিপোর্টারঃ দেশের প্রখ্যাত সাংবাদিক আবেদ খানের সম্পাদনায় ১৬ অক্টোবর থেকে নতুন রূপে দৈনিক কালবেলা প্রকাশনা উপলক্ষে চাঁদপুরে সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর শনিবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় জেলা সাংবাদিক কার্যালয়ে এই সুধী সম্মেলন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান আখন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, ডেপুটি ইউনিট কমান্ডার ইয়াকুব মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা সাংবাদিক ক্লাবের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং দৈনিক কালবেলা পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ক্লাবের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, চাঁদপুর সাহিত্য একাডেমীর সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীমহল।
বক্তারা বলেন, মুক্ত চিন্তার একটি পত্রিকা হবে দৈনিক কালবেলা। এই পত্রিকাটির কাছে আমাদের অনেক প্রত্যাশা। তাছাড়া এই পত্রিকার সম্পাদনায় রয়েছেন আবেদ খান। যিনি নিজেই সাংবাদিকতার একটি প্রতিষ্ঠান। অতএব তার এই পত্রিকার সৈনিকেরা তাদের লেখনী শক্তিতে সাধারণ মানুষের কথা বলবে, দুর্ণীতির বিরুদ্ধে কথা বলবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই পত্রিকার প্রকাশনা অগ্রনী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।