স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মতলব উত্তরের নদীপাড়ে দু’টি ব্রিকফিল্ড কর্তৃক অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করায় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ধন্যবাদ জানিয়েছে নদী রক্ষা কমিশন।
সম্প্রতি নদী রক্ষা কমিশনের উপপরিচালক মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক পত্রে দাপ্তরিকভাবে জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের বড় দুর্গাপুর মৌজায় ধনাগোদা নদীর তীরে অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিক্স ও আর কে ব্রিকস কর্তৃক অবৈধভাবে দখলকৃত ২.৬৮ একর নদীর জমি উদ্ধারের জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।