রিয়ন দেঃ নবগঠিত চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা ভিত্তিক গণকর্মসূচি ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভা করা হয়েছে।
৫ আগস্ট শুক্রবার বিকালে চেয়ারম্যান ঘাটের পালকি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা করা হয়।
এতে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া বলেন, আগামী নির্বাচনে ৩শ’ আসনের জাতীয় পার্টি উন্নয়নের লাঙ্গল মার্কা প্রতীকে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চাঁদপুরের ৫টি আসনেও আমরা হেভিওয়েট প্রার্থী দিতে উপজেলা ভিত্তিক গণকর্মসূচি বাস্তবায়ন করতে উদ্যোগ নিচ্ছি। দ্রুতই আমরা গণসংযোগ করতে জেলার ৮টি উপজেলাতে যাওয়ার কর্মসূচী হাতে নিচ্ছি। সকলকে আমাদের জাতীয় পার্টির অভিভাবক জিএম কাদের সাহেবের উপর আস্থা রেখে সহযোগিতা করতে ঐক্যবদ্ধ হতে আমি আহ্বান জানাচ্ছি।
এ সময় চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. লতিফ শেখ বলেন, আমাদের জাতীয় পার্টির জেলা কমিটি পূর্ণাঙ্গরূপে প্রকাশ করতে এখন শুধু সময়ের অপেক্ষা। কমিটিতে কিছু সংযোজন বিয়োজন রয়েছে এর পরই চূড়ান্ত কমিটি আমরা প্রকাশ করবো।
পরে অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের হাতে বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয়পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।