মোঃ হোসেন গাজীঃ মানবিক কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে গরীব অসহায় দিনমজুর পরিবার মাঝে ইফতার ও ইদ প্যাকেজ বিতরণ, দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৩ এপ্রিল সোমবার বিকালে ঢেলের বাজার নবীন সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোহাম্মদ আলী গাজীর সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ জাকির মাহমুদ এর পরিচালনায়, ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি ওয়ালি উল্লাহ পাটওয়ারী, বিল্লাল হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন (রাজু), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক শাকিল ঢালী, দপ্তর সম্পাদক শুভ গাজী, প্রচার ও প্রকাশনা ফয়সাল হোসেন (মহন), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জিয়া উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইয়ামিন মৃধা, সদস্য রিপন মুন্সি, নাঈম গাজী, ঢেলের বাজার বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্রমুখ।
নবীন সমাজ কল্যাণ পরিষদের
প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন মিয়া ভুট্টো, প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মনির হোসেন, উপ-পরিচালক, পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ, শুভাকাঙ্ক্ষী, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির সার্বিক ব্যবস্থাপনায় নবীন সমাজ কল্যাণ পরিষদের ২ শত পরিবারের মাঝে ইফতার ও ঈদ প্যাকেজ বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ শেষে নবীন সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঢেলের বাজার বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।