ফরিদগঞ্জ প্রতিনিধিঃ নিয়মের মধ্যে থেকে দাপ্তরিক কাজ করা, রাজস্ব দেয়া, আত্মীয়করণ না করাসহ একাধিক বিষয়ে কথা বলায় ইউপি সচিবকে মারধরসহ লঙ্কা কান্ডা বাধিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান।
৯ অক্টোবর সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউপি সচিব মোঃ ইমাম হোসেন বলেন, দাপ্তরিক কাজে অর্থ কেলেঙ্কারী, জন্ম মৃত্যু সনদে নিজ স্বজনদের কাজ করানো এবং জন্ম নিবন্ধনের যে অর্থ রাজস্বখাতে জমা দেয়ার কথা তা বলাতে রেগে যান ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মাষ্টার। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কার্যালয়েই এক বৈঠকে সকলের উপস্থিতিতে আমাকে গালাগালসহ চড় থাপ্পড় দিয়ে পরিষদে অবরুদ্ধ করে রাখেন এই চেয়ারম্যান। আমি এ ঘটনার সঠিক বিচার চাইতে বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করেছি এবং জেলা প্রশাসক মহোদয়য়ের নিকট লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মাষ্টার বলেন, জনগণের ভোটে গেলো দু বছর পূর্বে আমি এই ইউনিয়ন পরিষদের সেবা জনদৌড়গোরায় পৌছে দিচ্ছি। এতে অনেক ক্ষেত্রেই ইউপি সচিবের উৎকোচ খাওয়া বন্ধ হয়ে গেছে। তাই তিনি রাগে ক্ষোভে ভুলভাল বলছেন। এসময় তিনি মারধরের বিষয়টি এড়িয়ে গিয়ে কোন মন্তব্য করেননি। বরং সচিবকে নানা অনিয়ম না করতে সতর্ক করায় সচিব দলবল নিয়ে তার বাড়ীতে হামলা ও লুটপাট চালানোর তিনি অভিযোগ তুলেছেন।