নিজস্ব প্রতিনিধিঃ নিজের সাধ্যানুযায়ী নিরবে অসহায়দের পাশে মানবিক সহায়তা নিয়ে দাড়াচ্ছেন চাঁদপুরের বাবুরহাটের ব্যবসায়ী ও সমাজসেবক মাঈনুল ইসলাম মমিন। তিনি নানা সময়ে শিক্ষার্থীদেরও আর্থিক সহায়তা করে থাকেন।
২৬ মার্চ বুধবার তাকে ঈদ উপলক্ষে অসহায়দের বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিতে দেখা যায়।
জানা যায়, মাঈনুল ইসলাম মমিন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাটস্থ মেসার্স স্মৃতি টেডার্সের মালিক। এখানে তিনি মুদি দোকানের পণ্য পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন। আর এর আয় হতেই তিনি বরাবরই ঈদকে ঘিরে নিরবে অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাড়িয়ে থাকেন।
এদিকে চলতি বছর এই রমজানের ঈদকে ঘিরে এখন পর্যন্ত ১৫ রমজান হতে প্রায় দেড় শতাধিক মানুষকে তিনি ইফতার সামগ্রী ও শতাধিক মানুষকে ঈদ বাজার তুলে দেয়ার কথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয় শহরের ১৩নং ওয়ার্ডের খলিশাডুলী এলাকার একজনকে গৃহ নির্মাণে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে করেছেন সাহায্য সহযোগিতা। তিনি চান তার মতো যাতে সমাজের প্রতিটি মানুষ সাধ্যানুযায়ী একে অপরের পাশে দাড়াক।
মাঈনুল ইসলাম মমিন বলেন, মহান আল্লাহকে খুশি করতেই আমি সাধ্যমতো মানুষের দাড়াই এবং যতদিন বেঁচে থাকবো এভাবেই মানবিক কার্যক্রম চালিয়ে যাবো। আমি চাই যাদের সামর্থ আছে তারাও যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য মানবিক ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন। আমি সবার কাছে দোয়া চাই যাতে এভাবেই মানব সেবায় কাজ করে যেতে পারি।