স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি হতে একটি আদেশের প্রত্যাহারের মধ্য দিয়ে সুখবর দেয়া হলো চাঁদপুর জেলা ছাত্রলীগের অর্ন্তগত ৩টি ইউনিটকে। আর এতেই যেনো উচ্ছ্বসিত বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা।
১২ ডিসেম্বর মঙ্গলবার ওই আদেশের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি।
তিনি জানান, চাঁদপুর জেলা ছাত্রলীগের অর্ন্তগত চাঁদপুর সদর উপজেলা শাখা, চাঁদপুর সরকারি কলেজ শাখা ও হাইমচর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করছে বাংলাদেশ ছাত্রলীগ। গত ৮ নভেম্বর শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। যেখানে স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এর আগে গেলো ২০২২ সালের ২০ জুন হাইমচর উপজেলা শাখা এবং ২১ জুন চাঁদপুর সরকারি কলেজ শাখা ও একইসঙ্গে চাঁদপুর সদর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি স্বাক্ষরিত এক পত্রে অনুমোদন দেন বর্তমান চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান। আর কমিটি অনুমোদনের অল্প সময়ের বিপরীতে অর্থাৎ ২২ জুন বুধবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিগুলো সীলসহ স্বাক্ষর করে স্থগিত করেছিলো ঐ সময়ের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।