প্রেস বিজ্ঞপ্তিঃ নির্বিগ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে চাঁদপুরের ২১৯ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব করতে সহায়তা করায় জেলা পূজা উদযাপন পরিষদ কৃতজ্ঞতা প্রকাশ করে বৃবৃতি দিয়েছেন।
৬ অক্টোবর বৃহস্পতিবার এই বৃবৃতি দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ব্যাতিত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার ২শ’ ১৯টি পূজা মন্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্যে সর্বাত্মক সহযোগিতা করায় জেলার সকল সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, নৌ পুলিশ, কোষ্টগার্ড, এনএসআই, ডিজিএফআই, আনসার ও ভিডিপি, সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ৮ উপজেলা প্রশাসন, ৮ থানার পুলিশ প্রশাসন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাচ্ছি।