মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরে হাইমচরের নীলকমলে এক ইউপি সদস্য স্বপন মোল্লার বিরুদ্ধে শতাধিক পরিবার তাকে ভূমিদস্যু আখ্যা দিয়ে মানববন্ধন করেছে।
২৩ মে মোঙ্গলবার সকালে উপজেলা নীলকমল ইউনিয়নের এই মানববন্ধন করা হয়। অভিযোগ উঠা স্বপন মোল্লা নীলকমলের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত প্রতিনিধি।
মানববন্ধনে খাতিজা বেগম, রতন সিকদার, আবু প্রধান, মোঃ শফি হাওলাদার, মোবারক ওকিল সুলতানা মৃধা, বাদশা মৃধাসহ বক্তারা বলেন, স্বপন মোল্লা ৫০০ একর জমি দখল করে চরের শতশত ভুমিহীন ও নিরীহ পরিবারকে উচ্ছেদ করার পায়তারা করছে। তিনি আমাদেরকে জমি দিবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। অতছ আজ পর্যন্ত আমাদের জমি বুঝিয়ে দেয়নি ও উল্টো আমাদেরকে মামলা হামলা দেয়ার ভয়ভীতি দেখাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এই ভূমিদস্যুর তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে স্বপন মোল্লার কোন বক্তব্য একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এই বিষয়ে নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং এটি স্পর্শকাতর হওয়ায় গুরুত্ব দিয়ে দেখছি। আশা করি জনগণ তাদের ভূমি সংক্রান্ত বিষয়ে সঠিক সমাধান পাবেন।
এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, আমার কাছে ভূমিহীন পরিবার যদি লিখিত অভিযোগ দেয়। তাহলে আমি সরজমিনে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।