হেলে দুলে আছি বেশ
নাহি যাতনা নাহি ক্লেশ
জগতের আছে যত নাম যশ
আমায় করেনা কভু বশ।
নদীতে খেয়ায় উড়িয়েছি পাল
হাওয়ায় উড়িয়েছি সব অভিযোগ
কোন বিষের বাঁশি আর কানে বাজে না
কোন রাঙ্গা চক্ষুতে আর হৃদয় কাঁপেনা
সব লেনাদেনার বাঁধন দিয়েছি ছিঁড়ে
মুক্ত ডানার পাখিতে ভর করে
কখনো বা সাদা মেঘের ভেলায় চড়ে
ঘুরে বেড়াই দিগ্বিদিক।
ডুবে যাওয়া দিবাকরের মত
জীবনের প্রদীপ বিলীন হবে
অন্ধকার মহাদেশে কেউ দেখবেনা যখন
তবে কেন এত বিষাদের বোঝা
তবে কেন এত চাওয়া পাওয়ার হিমালয় গড়া
ধীরে চলা নিরালা হাওয়ার মত
বয়ে চলা শান্ত নদীর মত
নাহি যাতনা নাহি ক্লেশ
তাই হেলে দুলে আছি বেশ।
লেখক পরিচিতি- নুর হোসেন রুবেল, সহকারী পরিচালক, জেলা ভোক্তা অধিদপ্তর, চাঁদপুর।