স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার মদন উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ জুলাই ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
জানা যায়, ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিতকল্পে ২১ জুলাই সারাদেশব্যপী ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ২৬ হাজার ২২৯টি ঘর উপহার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের নির্মাণকৃত গৃহসমূহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এসময় নেত্রকোণা জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মদন উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করে উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর ও জমির দলিল হস্তান্তর করেন।
উল্লেখ্য, নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের মোট ১৭৪ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।