স্টাফ রিপোর্টারঃ নৌপথে জেলা আওয়ামীলীগের আয়োজনে যোগ দিতে চাঁদপুর আসছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জননেতা সুজিত রায় নন্দী।
আজ ১৭ জুন শনিবার সকাল সাড়ে ১১ টায় তিনি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছাবেন। এরপর চাঁদপুর শহরের নিজ বাসভবনে অবস্হান করে দলীয় নেতা-কর্মিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এদিন সুজিত রায় নন্দী বিকেল ৩টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের সাথে মতবিনিময় করবেন।
বিকেল ৪টায় একই স্হানে জেলা আওয়ামীলীগের আয়োজনে দুঃস্হ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এবং সম্মানিত অতিথি হিসেবে জেলা উপজেলা ও শহর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্হিত থাকবেন।
এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।