হিলশা নিউজ রিপোর্টঃ নৌ পুলিশে যোগ দিতে যাচ্ছেন মোঃ নাসিম উদ্দিন। যিনি চাঁদপুর সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নৌ পুলিশের নির্ভরযোগ্য সূত্রে ‘হিলশা নিউজ‘-কে এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়, ইলিশের বাড়ী চাঁদপুরে দায়িত্ব পালনকালে মোঃ নাসিম উদ্দিন তাঁর কর্মদক্ষতায় মাদক, ইভটেজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সামাজিক ব্যাধী ও আইন-শৃঙ্খলা রক্ষায় নানা ভূমিকা রেখে প্রশংসিত হয়েছিলেন। ঐ সময়ে তিনি জেলা পুলিশের পক্ষে মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণকালীন সময়ে জেলে ও মৎসজীবী নেতৃবৃন্দদের সাথে নানা সময়ে কাজ করেছেন। শুধু জেলা পুলিশই নয় তিনি সিআইডি’তেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই এবার তাঁর হাত ধরে নদীপথে ডাকাতি, চাঁদবাজি, জলদস্যুতা ও অবৈধ তেল পরিবহন এবং অবৈধ জাল ফেলে ইলিশ মাছ স্বীকার বন্ধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নতুনমাত্রা যোগ হবে বলে প্রত্যাশা সচেতনদের।
এক সাক্ষাৎকারে মোঃ নাসিম উদ্দিন ‘হিলশা নিউজ‘-কে বলেন, আগামী সপ্তাতে আমি নৌ পুলিশে হয়ে কাজ শুরু করতে পারি। নৌ পথে পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।