স্টাফ রিপোর্টারঃ পড়তে যাচ্ছি বলে বাসা থেকে বের হয়ে লাপাত্তা হয়েছেন চাঁদপুর সদরের আশিকাটির সুমাইয়া আক্তার।
১৫ জুন বৃহস্পতিবার সকালে সুমাইয়া পাইকাস্তা নিজ এলাকা হতে লাপাত্তা হন। ১৫ বছর বয়সি সুমাইয়া আক্তার হচ্ছেন চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা এলাকার মোঃ মোস্তফা প্রধানীয়ার ও রুনু বেগমের মেয়ে।
স্থানীয়রা বলেন, সুমাইয়া আক্তার দেখতে খুবই সুন্দরী এবং ভদ্র মেয়ে। তবে তাকে পাওয়া না যাওয়ার কারন স্পষ্ট বুজা যাচ্ছেনা। এটি প্রেম সংক্রান্ত বিষয়ে নিখোঁজ হওয়া কিনা তাও এখনো জানা যায়নি।
এদিকে ঘটনার দিন রাতেই সুমাইয়াকে খুঁজে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় এ সংক্রান্ত একটি নিখোঁজ ডায়েরি করা হয়। জিডি নং-৯৯৭।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ বলেন, সুমাইয়া আক্তারকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুতই সুমাইয়াকে খুঁজে বের করতে পারবো।